সন্মানিত সদস্যবৃন্দ,
এলএফএমইএবি-এর পক্ষ থেকে শুভেচ্ছা!
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় আগামী ০১-০৩ ডিসেম্বর, ২০২৫ইং সময়ে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার-এ “Global Sourcing Expo-2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত Expo তে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাময় ০৮টি সেক্টরকে প্রক্ষেপণ করে বিশ্বের স্বনামধন্য বিদেশি ক্রেতাদেরকে সমাগমের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
উক্ত Expo তে অংশগ্রহণে আগ্রহী সদসদেরকে প্রয়োজনীয় অংশগ্রহণ ফি সহ আগামী ০৯ নভেম্বর, ২০২৫ইং তারিখের মধ্যে অত্র এসোসিয়েশনকে অবগত করণ সাপেক্ষে Expo এর Website এ Exhibitor Registration Field (https://sourcing-bangladesh.com/exhibitor) এর মাধ্যমে নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উক্ত মেলা সংক্রান্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর পত্রটি আপনাদের বিশেষ অবগতির জন্য এখানে সংযুক্ত করা হল।
ধন্যবাদান্তে,
মেজর মোঃ রফিকুল ইসলাম (অব.)
সেক্রেটারি জেনারেল