আগামী ০৫-১১ নভেম্বর ২০১৮ ইং তারিখে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য “China International Import Expo (CIIE)”-শীর্ষক মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় জাতীয় প্রদর্শনী ও প্রতিষ্ঠান প্রদর্শনী ক্যাটাগরিতে অংশগ্রহণ করা যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে এ সংক্রান্ত একটি সভা আয়োজিত হবে, যার বিবরণ নিন্মরূপ: সভার নাম: “China International Import Expo (CIIE)”-প্রদর্শনী সংক্রান্ত সভা তারিখ: ২৩ এপ্রিল ২০১৮ ইং সময়: বেলা ১১:০০ ঘটিকা স্থান: কনফারেন্স রুম, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৫ম তলা), ১ কাওরান বাজার, ঢাকা আপনারা যারা “China International Import Expo (CIIE)”-শীর্ষক প্রদর্শনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের উক্ত সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
EPB_Notice_China_International_Import_Expo_(CIIE).PDF
Please login for more